কুমিল্লার দেবীদ্বারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন’কে কেন্দ্র করে ১নং বড় শালঘর ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল প্রতিক বরাদ্দের আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭জানুয়ারী) বিকালে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল ও স্থানীয় নেতা-কর্মী ও সমর্থক’রা শতাদিক বাইক নিয়ে ইউনিয়নের বিভিন্ন পাড়া মোহল্লা প্রদক্ষিন করে। এ সময় প্রার্থীর নামে স্লোগান দিয়ে, ভোটারদের কাছে তার পক্ষে ভোট চাইতে দেখা গেছে।নির্বাচন কমিশন থেকে পাওয়া সুৃ্ত্রে জানা গেছে দেবীদ্বারে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে, আর প্রতিক বরাদ্দ হবে আগামী ২৩ জানুয়ারী। প্রতিক বরাদ্দের আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও অত্র ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল আউয়ালের এমন কান্ডে হতাশ ঐ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবিন্দরা।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান গত কয়েক দিন আগে আব্দুল আউয়াল দলের একটি গুরুত্বপূর্ন পোস্টে থেকে আওয়ামী লীগের দলীয় প্রতিক (নৌকা)’কে অবমাননা’র ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক)’কে ভাইরাল হয়েছে এবং অবমাননা’র বিষয়টি পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ নিউজ হয়েছে। ভিডিওতে তাকে বলতে দেখা গেছে “কিসের নৌকা কিসের ছাতা আসোক যে কোনো মার্কা সমস্যা নাই”। জেলা উপজেলা আওয়ামী লীগ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, এধরনের লোকদেরকে দল থেকে বহিষ্কার করে ত্যাগী নেতাদের কে মূল্যায়ন করুন।