আধিপত্য বিস্তার ও সিনিয়র- জুনিয়র দ্বন্দ্ব কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চট্টগ্রামে আসকার বিন তারেক ইভান নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে । জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সাদমান সাব্বির সমর্থিত ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই -তিন দিন যাবত আধিপত্য বিস্তার ও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল । এরই ধারাবাহিকতায় ইফতারের পূর্ব দুই গ্রুপ রহমতগঞ্জ, আন্দরকিল্লা ও চেরাগী পাহাড় এলাকায় ব্যাপক শোডাউন দেয় । পরবর্তীতে রাত সাড়ে দশটার দিকে দুই গ্রুপ চট্টগ্রামের মিডিয়াপাড়া খ্যাত চেরাগী পাহাড় এর আজাদী গলি তে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন সমর্থিত ছাত্রলীগ এর গ্রুপের ছুরিকাঘাতে সাব্বির গ্রুপের ইভান গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । নিহত ছাত্রলীগ নেতা ইভান জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন । ঘটনার ব্যাপারে জানতে চেয়ে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন ও মহানগর ছাত্রলীগ নেতা সাব্বিরের মুঠোফোনে ফোন করলে তারা কেউ ফোন রিসিভ করেননি । এদিকে ছাত্রলীগ নেতা ইভান এর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ছাত্রলীগ নেতারা সহ চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধিরা ।