1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দিনাজপুরে ব্যবসায়ীর অ শ্লীল ভিডিও ছড়ানোর ভ*য় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবী, আটক ৩।
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ব্যবসায়ীর অ শ্লীল ভিডিও ছড়ানোর ভ*য় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবী, আটক ৩।

আবু হাসান :
  • প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৫১ বার পড়েছে

দিনাজপুরে এক কীটনাশক ব‍্যবসায়িকে অপহরন করে এক নারীর সংগে অশ্লীল ভিডিও ধারন করে পরিবারের কাছে ব্লাকমেইল করে ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করা এক নারী সহ তিন অপরাধীকে গ্রেফতার করেছে কোতয়ালি পুলিশ।২১ফেব্রয়ারি (মঙ্গলবার), দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্য মোঃ তানভীরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক নারীসহ তিন অপহরণকারী আটক ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রত‍্যক্ষভাবে জড়িত তিনজন হলেন, দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন( ২৬) দিনাজপুর সদর উপজেলার মালিগ্রাম দীঘিপাড়া এলাকার রফি উদ্দিন আহমেদের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে শিমুল (৩২) এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে শাকিরা আক্তার পুতুল ওরফে কাজল (২৭)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, ২০ ফেব্রুয়ারি (সোমবার) ইমারজেন্সি পুলিশ সেবা সার্ভিস ‘৯৯৯’ এর মাধ্যমে জানতে পারি দিনাজপুর সদরের পুলহাট এলাকার মোঃ মোবারক হোসেন নামের এক কীটনাশক ব্যবসায়ীকে কৌশলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাল কালো রংয়ের ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেলের মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে মোটরসাইকেলের উপর জোরপূর্বক বসিয়ে

দিনাজপুর শহরের উপশহর ৮নং ব্লকস্থ জনৈকা মৌসুমী বেগমের বাসার দ্বিতীয় তলার একটি ঘরের ভিতরে নিয়ে যায় সেখানে পূর্ব হতে অবস্থানরত অন্যান্য অপহরণকারীরা খুন করার ভয় ভীতি দেখিয়ে মোবারক হোসেনের নিকট পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং মোবাইল ফোনের মাধ্যমে শাকিরা আক্তার পুতুল ওরফে কাজলের সাথে বিভিন্ন রকমের অশ্লীল ভিডিও ধারণ করে

ব্যবসায়ী মোবারক হোসেনকে ভয়ভীতি দেখায় এক পর্যায়ে তার পরিবারের নিকট এই অশ্লীল ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে পাঁচ লক্ষ টাকা দাবি করে। ব্যবসায়ী মোবারক হোসেন নিরুপায় হয়ে তার স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা এবং তার ম্যানেজার মহবুল হকের মাধ্যমে আরো দুই লক্ষ টাকা আনিয়ে অপহরণকারীরা কৌশলে গ্রহণ করে।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের লোকেশন শনাক্ত করে এবং দিনাজপুর পৌর শহরের উপশহর ৮নং ব্লকের এক ভাড়া বাসা থেকে নারী সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় এছাড়া, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় ভিক্টিম নিজেই বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অপহরণ ও অশ্লীল ছবির মাধ্যমে সম্মান হানির হুমকি প্রদান সহ বিভিন্ন অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।দিনাজপুর কোতয়ালী থানার ওসি আরো বলেন যে, এই অপহরণকারীদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে, যারা শহরের বিভিন্ন এলাকার প্রতিষ্ঠিত ও নামকরা ব্যবসায়ীদেরকে টার্গেট করে খুব কৌশলে এনে অপহরণ ও কোন এক জায়গায় আটক রেখে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ছবি ধারন করে।

এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে। পুলিশ আরও তথ্য উদঘাটন করার লক্ষ্যে এই অপহরণকারী ও ব্লাকমেইলারদের সংঙ্গবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করতে এবং আরো তথ্য উদঘটনের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করবেন বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD