1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দাবার বিপ্লব ঘটাতে শেরপুরে জেলা দাবা লীগের আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দাবার বিপ্লব ঘটাতে শেরপুরে জেলা দাবা লীগের আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ হামিদুর রহমান :
  • প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পড়েছে
দাবার বিপ্লব ঘটাতে শেরপুরে জেলা দাবা লীগের আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন
দাবার বিপ্লব ঘটাতে শেরপুরে জেলা দাবা লীগের আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন

আগামী ২০ সেপ্টেম্বর শেরপুর জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় ও জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল স্পন্সর এবং জেলা ক্রীড়া সংস্থা দাবা উপ কমিটির আয়োজনে মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) দাবা উপ কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাবা উপ কমিটির সম্পাদক হাকিম বাবুল।সংবাদ সম্মেলনে তিনি বলেন,বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বিপিএম বার দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো তৃণমুলে অর্থাৎ জেলা দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুর জেলাতেও দাবা লীগের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে ও জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর করছে।

আগামীকাল ২০ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে জেলা দাবা লীগের খেলা চলবে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে প্রতিদিন বিকাল ৪টা থেকে জেলা দাবা লীগের খেলা গুলো অনুষ্ঠিত হবে।২০ সেপ্টম্বর সোমবার জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) দাবা উপ কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ ২০২১ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া।মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ-২০২১ নামে প্রথম বিভাগের মর্যাদাপ্রাপ্ত জেলা দাবা লীগে ৮টি ক্লাব/সংস্থার দল অংশগ্রহণ করছে।

অংশগ্রহণকারী দল গুলো হলো-শেরপুর চেস কমিউনিটি,নকলা উপজেলা ক্রীড়া সংস্থা বা ক্লাব শেরপুর,চকপাঠক দাবা ক্লাব, উদয়ন ক্লাব,লাল-সবুজ ক্লাব,নকলা দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব।খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।জেলা দাবা লীগে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে ৭ রাউন্ড খেলবে।প্রতি দলে ৫ করে দাবা খেলোয়াড় নিবন্ধন করে প্রতি রাউন্ডে ৪টি বোর্ডে ৪ জন করে খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আবেদীন হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ সাদুজ্জামান সাদী,ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত,শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন।মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুর সবুরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD