দর্শনা থানা এলাকায় হারিয়ে যাওয়া Realme ব্যান্ডের মোবাইল সংক্রান্তে দর্শনা থানায় গত ০৬.০১.২০২২ তারিখে ভুক্তভোগী জিডি করেন। জিডির বিষয়ে ভুক্তভোগী অবস্থা বিবেচনায় পুলিশ সুপার চুয়াডাঙ্গা এর নির্দেশনার আলোকে অফিসার ইনচার্জ দর্শনা থানা সর্বাধিক গুরুত্বারোপ করে দর্শনা থানায় কর্মরত চৌকস অফিসার, আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন এএসআই (নিঃ) মোঃ মারুফুল ইসলাম দায়িত্ব দেন। এএসআই (নিঃ) মোঃ মারুফুল ইসলাম হারিয়ে যাওয়া জিডি তদন্তকালে ভুক্তভোগীর Realme ব্যান্ডের মোবাইল উদ্ধার পূর্বক অদ্য ০৬.০১.২০২২ তারিখ সময় সন্ধ্যা ০৭:১০ ঘটিকার সময় প্রকৃত মালিক অর্পিতা সাহা (১৬), পিতা-কাজল সাহা, সাং-রামনগর , থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার নিকট উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর করা হয়।