1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - দৈনিক কালজয়ী
বাংলাদেশ । শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ।। ২০শে জিলহজ, ১৪৪২ হিজরি

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোঃ আসাদুজ্জামান:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৯ বার পড়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইসহাক আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২০ জুলাই) সকালে ওই ব্যবসায়ীর মরদেহ তার বাসার সামনে রেখে যায় দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাতে ব্যবসায়ী নিজ দোকান থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়।নিহত ইসহাক আলী উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই পশ্চিম পাড়া এলাকার মৃত শামসুল হোসেনের ছেলে। তিনি পীরগঞ্জে বিকাশ ও প্রসাধনীর ব্যবসা করতেন।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে কাজ শেষে নিজ দোকান থেকে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী ইসহাক।পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাসার পাশে তার মরদেহ রেখে চলে যায়। পরে সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় বাসার পাশেই ইসহাকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত ইসহাক আলীর হাতে, পায়ে, মাথায় ও গলায় কোপের চিহ্ন রয়েছে।পরিবারের স্বজনরা বলছেন, তার কাছে দোকানের ব্যবসার টাকা ছিল। সেগুলো ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, সকালের দিকে ব্যবসায়ীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD