1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নৌকার টিকিট পেতে ১ডজন নেতার দৌড়ঝাঁপ
বাংলাদেশ । শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি মৌলভীবাজারে কাঁচাবাজার সহ নিত্য পন্যের দাম অস্থিতীশীল। কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন কোটা সমাধানের দাবিতে ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভসহ সমাবেশ কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সৈয়দপুর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সারাদেশে আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে উত্তাল ইবি বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ঘরবাড়ীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন সৈয়দপুরে বৃষ্টির পানিতে বন্দি ভুক্তভোগিদের সড়ক অবরোধ গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নৌকার টিকিট পেতে ১ডজন নেতার দৌড়ঝাঁপ

আতিফ রাসেল :
  • প্রকাশিত: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩২ বার পড়েছে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নৌকার টিকিট পেতে ১ডজন নেতার দৌড়ঝাঁপ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নৌকার টিকিট পেতে ১ডজন নেতার দৌড়ঝাঁপ

তফসিল ঘোষণার পর থেকেই বইতে শুরু করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের হাওয়া।ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের প্রায় একডজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন।শুভেচ্ছা পোস্টারের মাধ্যমে জানান দিয়েছেন নিজেদের প্রার্থীতা।যোগাযোগ রাখছেন কেন্দ্র ও জেলার নেতাদের সাথে।উঠান বৈঠকসহ বিভিন্ন আঙ্গিকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা।সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে চলছে নানা আলোচনা সমালোচনা।

কে হচ্ছেন হচ্ছেন নৌকার মাঝি?নৌকার টিকিট পেতে যারা মাঠ চষে বেড়াচ্ছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটের সহধর্মীনি উপজেলা মহিলা লীগের সভাপতি ও লোকমান ফকির মহিলা কলেজের সহকারী অধ্যাপক নার্গিস আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ,

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন,জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন,নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব সরকার,এডভোকেট জাহিদ শামস হুমায়ুনসহ প্রায় একডজন মনোনয়ন প্রত্যাশী।

এদিকে বিএনপি দলীয়ভাবে কাউকে মনোনয়ন না দিলেও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু গণসংযোগ শুরু করেছেন।যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের সাথে।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন আলাউদ্দিন মিয়া তুলা।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নার্গিস আক্তার বলেন,আমার স্বামী টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন।মৃত্যুর পূর্ব পর্যন্ত জনগনের পাশে থেকে তিনি সেবা করে গেছেন।আমি নিজেও আওয়ামী লীগের রাজনীতি করে আসছি।আশা করি দল আমাকে মনোনয়ন দিবে।আমি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।

আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ বলেন,আমি ইব্রাহীম খাঁ কলেজের দুইবার ভিপি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূঞাপুর পৌরসভার মেয়র ছিলাম।রাজনীতির পেছনেই আমার জীবন উৎসর্গ করেছি।সবসময় জনগনের খেদমত করেছি।দল আমাকে মনোনয়ন দিলে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাকিটা জীবন জনগনের সেবা করে যাবো।

সাহিনুল ইসলাম তরফদার বাদল,ছাত্র জীবন থেকেই দলের জন্য শ্রম দিয়ে আসছি।আওয়ামী লীগের দুঃসময়ে মাঠে থেকেছি।সকল আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি।ভাইস চেয়ারম্যান থাকাকালীন জনগনের সুখ-দুঃখে পাশে থেকেছি।আশা করি দল আমাকে মূল্যায়ন করবে,মনোনয়ন দেবে।বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন,আমি বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী।যদি দল আমাকে মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান বলেন,ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর,মনোনয়ন যাচাই-বাছাই ১১ অক্টোবর,প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।এ লক্ষ্যে ইতোমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে।আশা করছি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

প্রসঙ্গত,ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD