ঝালকাঠির রাজাপুরে বাড়ীর মালিককে বেঁধে রেখে ফিল্মি কায়দায় বসতঘর ভাংচুর করে মালামাল লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।রোববার বেলা ১০ টায় রাজাপুর উপজেলার নৈকাঠি বাজার সংলগ্ন ভুক্তভোগীর বাড়ীর সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুব মহিলালীগ সভাপতি নাজনীন পাখি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনাজ লিপি,নাসির উদ্দিন জুয়েল,ভুক্তভোগী রমিচা বেগম,সাংবাদিক রেজাউল ইসলাম,করিম সিকদার,তৈহিদুজ্জামান শাহিন,আনোয়ার হোসেন মিলন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ৭২ এর কুখ্যাত যুদ্ধাপরাধী হামেদ জমাদ্দারের নাতনী মিল্লাত জমাদ্দারের মেয়ে চন্দ্রিমা রিমু রাজাপুর সদর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিতর্কিত মহিলা ইউপি সদস্য ইয়াসমিন মুন্নির সহায়তায় ৩০/৩৫ জন নারীসহ প্রায় দেড়শত ভাড়াটিয়া লোক হাতে দেশীয় অস্ত্র রামদা,দা,লোহার রড়,হাতুড়ি ও লাঠি নিয়ে অসহায় শহীদুলের বাড়িতে আসে।
এ সময় শহীদুল,তার স্ত্রী রমিছা আক্তার ও শ্বাশুরি মজিদা বেগমকে মারধর করে দড়িঁ দিয়ে বেধে রেখে তাদের বসত ঘর ভাংচুর করে ধংসস্তুপে পরিণত করে।ঘরে থাকা সমস্ত মূল্যবান মালামাল লুট করে পিকাপে তুলে নিয়ে যায়।তারা আরো বলেন,যুদ্ধের সময় অনেক লুটপাটের কথা শুনেছি।
কিন্তু এই স্বাধীন দেশে দিনের বেলায় এমন লুটপাট যুদ্ধের সময়কেও হার মানিয়েছে,যা খুবই ন্যাক্কারজনক।অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার হাজারো মানুষ অংশ নেয়।