1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জোর পূর্বক ডেলিভারির পর প্রসূতির জরায়ু ও মলদ্বার একত্রে করে সেলাই
বাংলাদেশ । শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ।। ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

জোর পূর্বক ডেলিভারির পর প্রসূতির জরায়ু ও মলদ্বার একত্রে করে সেলাই

আতিফ রাসেল :
  • প্রকাশিত: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার পড়েছে
জোর পূর্বক ডেলিভারির পর প্রসূতির জরায়ু ও মলদ্বার একত্রে করে সেলাই
জোর পূর্বক ডেলিভারির পর প্রসূতির জরায়ু ও মলদ্বার একত্রে করে সেলাই

টাঙ্গাইল শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তারের পরিবর্তে নার্স দিয়ে ডেলিভারি করানোর সময় ভুল চিকিৎসায় এক প্রসূতির যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।এতে করে ওই প্রসূতি অবস্থা আরো অবনতি হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার শিশুর অবস্থা আশংকাজনক।এ ঘটনায় সুষ্ঠ বিচারের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রসূতির স্বামী দেলদুয়ার উপজেলার চিনাখোলা গ্রামের মোঃ মহসিন মিয়া।

লিখিত অভিযোগ ও মহসিন মিয়া জানান,গত ১৯ সেপ্টেম্বর রোববার তার স্ত্রী তাছলিমা আক্তারের প্রসব ব্যথা উঠলে রাত সাড়ে ৯ টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়।ডা. আখতার জাহানের অধীনে নার্স হাফিজা ও সেলিনা তত্ত্ববধানে ছিলো।কিন্তু সময় হওয়ার আগেই ওই দুই নার্স জোর পূর্বক তার স্ত্রীর ডেলিভারি করিয়ে এক পুত্র সন্তান প্রসব করে।কিন্তু তাদের কাটাকাটি না করার অনুরোধ জানালেও তারপরেও কেটে তার স্ত্রীর জরায়ু,পায়খানা ও প্রসাবের রাস্তা পুরোটাই কেটে এক করে সেলাই করে।

পরদিন ২০ সেপ্টেম্বর ডা. আখতার জাহানকে না দেখিয়ে হাসপাতালের কর্মকর্তা শাহনাজ আক্তার শিল্পী ১৩ শ টাকা নিয়ে তাদের ছুটি দেয়।৫ দিন বাড়িতে থাকার পর ২৫ সেপ্টেম্বর তার স্ত্রীর প্রসাবের রাস্তা দিয়ে পায়খানা বের হতে থাকে।পরে ওই দিন পুনরায় তাকে মা ও শিশু কল্যান কেন্দ্রে ভর্তি করা হয়।ভর্তির পর ডাক্তার আখতার জাহানকে দেখাতে চাইলে নার্স হাফিজা ও সেলিনা দেখাতে বাঁধা দেয়।পরে ভিজিট দিয়ে আখতার জাহানের ব্যক্তিগত চেম্বারে দেখা করেন।

আখতার জাহানের পরামর্শ অনুযায়ী আরো চারদিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি রাখা হয়।ডাক্তার আখতার জাহানের অনুমতি ছাড়া ওই দুই নার্স তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে হাত দিয়ে তার যৌনাঙ্গ ছিড়ে ফেলে।এরপর তার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়।এরপর সেলাই করে দেয়।বিষয়টি আখতার জাহানকে জানালে তিনি স্বীকার করেন যে,নার্সরা ভুল করেছে।২৭ সেপ্টেম্বর তার স্ত্রীকে নিয়ে বাসায় যেতে বলেন।তার স্ত্রীর অবস্থা ভাল না হওয়ায় তারা বাসায় যেতে চান না।

পরে ডাক্তার আখতার জাহানের কাছ থেকে রেফার্ড নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তেমন চিকিৎসা পাচ্ছে না।তার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।যা খাবার খায় তা যৌনাঙ্গ দিয়ে বের হয়ে যায়।এতে দিন দিন তার স্ত্রীর অবস্থা আরো অবনতি হচ্ছে।তার শিশুটির অবস্থাও ভাল না।

মহসিন মিয়া জানান,মা ও শিশু কল্যান কেন্দ্রের ডাক্তার সরকারি বেতন নিলেও তেমন দায়িত্ব পালন করেন না।তিনি ব্যক্তিগত চেম্বার য়ে খুবই ব্যস্ত।তিনি নার্স দিয়ে তার কাজ করায়।ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ।সরকারি হাসপাতাল হলেও বাহির থেকে যাবতীয় ঔষধ কিনতে হয়।এর সঠিক বিচার দাবি করছি।

ডাক্তার আখতার জাহান জানান,নরমাল ডেলিভারী নার্সরাই সাধারনত করিয়ে থাকে।তাদের প্রশিক্ষণ দেয়া আছে।আমি শুধু তত্ত্বাবধান করে থাকি।কিন্তু তাছলিমা আক্তারের যে অবস্থা তাকে তিন মাসের আগে কোন চিকিৎসা দেয়া যাবে না।তার অবস্থা যতই অবনতি হোক না কেন তিন মাসের তাকে কোন চিকিৎসা দেয়া সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD