1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: হামিদুর রহমান:
  • প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৬৩ বার পড়েছে

সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর পাটজাত ব্যবহারের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সহকারী কমিশনার তামারা তাসবিহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি বলেন, পরিবেশ বাঁচাতে হলে পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত ব্যাগ ও পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এজন্য পাটজাত পণ্য সুলভ মূল্যে ও সহজে জনসাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, চাষ সম্প্রসারণ, গুণগতমান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ ও গবেষণা কার্যক্রম বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, পাটচাষি আলম মিয়া প্রমুখ।

এসময় সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রাবেয়া বেগম, জেএন্ডএস গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক আলমগীর কিবরিয়া সঞ্চয়, জেএন্ডএস জুট মিলের একাউন্টস ম্যানেজার মো. আবু রাসেল, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, সাংবাদিক জুবাইদুল ইসলাম, হামিদুর রহমান, জেলা প্রশাসন, জেলা পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাট চাষি, পাট ব্যবসায়ী, পাটজাত দ্রব্য উৎপাদনকারীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক-মো. হামিদুর রহমান, শেরপুর। মোবাঃ ০১৮৫০৫৮২০৮১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD