1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ককে লিখিত অনাস্থা
বাংলাদেশ । রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ককে লিখিত অনাস্থা

নূরুল আলম আবিরঃ
  • প্রকাশিত: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ২৭০ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদারকে উপজেলার ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ সহ অন্যান্য যুবলীগের নেতৃবৃন্দ লিখিত অনাস্থা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত শেষে এমন পদক্ষেপ নেয়া হয়। ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের সাথে উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সহ অন্যান্যরাও এতে সহমত প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে শাহ জালাল মজুমদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদারকে পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের লিখিত অনাস্থা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল বলেন, বিষয়টি আমরা জেলা যুবলীগ নেতৃবৃন্দকে অবহিত করবো। এরপর জেলা নেতৃবৃন্দ শাহ জালাল মজুমদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে শাহ জালাল মজুমদারকে গত ০৮ জানুয়ারি (২০২২ ইং) উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD