1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চৌদ্দগ্রামে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ । শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি মৌলভীবাজারে কাঁচাবাজার সহ নিত্য পন্যের দাম অস্থিতীশীল। কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন কোটা সমাধানের দাবিতে ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভসহ সমাবেশ কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সৈয়দপুর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সারাদেশে আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে উত্তাল ইবি বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ঘরবাড়ীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন সৈয়দপুরে বৃষ্টির পানিতে বন্দি ভুক্তভোগিদের সড়ক অবরোধ গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চৌদ্দগ্রামে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত

নূরুল আলম আবির
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকদের জাতীয়করণের দাবী জানান উপস্থিত বক্তা ও শিক্ষক নেতারা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন।

বক্তা ও শিক্ষক নেতারা জাতীয়করণের বিষয়টি সংসদে আলোচনা করতে, স্থানীয় সাংসদ মোঃ মুজিবুল হক মুজিব এমপি’র প্রতি অনুরোধ জানান। উক্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার জনপ্রিয় এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক মুজিব।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম এ বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, মাহমুদুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সদস্য

এডভোকেট আব্দুল মন্নান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান ফখরুল আলম ফরহাদ, মেশারেফ হোসেন, মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাজী জাফর আহমেদ, নায়িমুর রহমান মজুমদার মাসুম, এ কে খোকন, বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, তারাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালেহ আহমেদ ভূঁইয়া, চিওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহমদ, বাতিসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা শিক্ষাক্ষেত্রে সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা বলে নৌকায় ভোট চান। এ সময় তারা আরো একবার সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপিকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD