কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাটি কাটার বিরুদ্ধে আকস্মিকভাবে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মাটি খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রবিবার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।
পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চিওড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিক্রির উদ্দেশ্যে কৃষি জমির মাটি খনন করার অপরাধে মোবাইল কোর্টে ৪ টি ট্রাক এবং ১ টি এক্সকেভেটর জব্দ করা হয়। এছাড়া ডাকাতিয়া নদী হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আলকরা ইউনিয়নে ডাকাতিয়া নদীতে বালু উত্তোলনে ব্যবহৃত ১ টি ড্রেজার বিনষ্ট করা হয়।
অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করে মাটি খননকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন।