1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চুয়েটে বর্ণিল আয়োজনে জয়ধ্বনি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বাংলাদেশ । রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চুয়েটে বর্ণিল আয়োজনে জয়ধ্বনি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবির খান আশিক:
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৫ বার পড়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষার্থীদের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৬ই ফেব্রুয়ারি (বুধবার) ২০২২ খ্রি. সকাল ১১.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চোধুরী।

জয়ধ্বনি’র প্রধান উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। জয়ধ্বনি’র সাবেক সদস্য ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাবেক মডারেটর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার।

পরে জয়ধ্বনি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় জয়ধ্বনি’র সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর আগে জয়ধ্বনি’র অফিস কক্ষে একটি লাইব্রেরি কর্ণার চালু করা হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “জয়োৎসব” শিরোনামে দুইদিনব্যাপী ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। যার প্রথমদিনে চুয়েটের শিক্ষার্থীরা পারফর্ম করবে এবং দ্বিতীয়দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে অংশগ্রহণকারীরা পারফর্ম করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD