কুমিল্লার চান্দিনায় ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের নভেল করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার(১০ জানুয়ারী) চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৭(চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত এমপি।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের ফলে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো ছিল। এ অবস্থা ধরে রাখতে হবে। উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তানভীর হাসান,পৌর মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল মমিন সরকার প্রমুখ। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ভ্যাকসিন প্রদান ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তানভীর হাসান জানান,এখন সবাইকে লাইন লিস্টিং পদ্ধিতে ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। টিকার সংকটও নেই বলে জানিয়েছেন তিনি।