ইবাদতের উদ্দেশ্যই মান সম্মত সেবা স্লোগান নিয়ে দুস্থ ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৮ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা সরকারী হাসপাতালের দক্ষিণ পার্শ্বে ওই মেডিকেল সার্ভিসেস এর উদ্বোধন করা হয়।
চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী ফিতা কেটে ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে দোল্লাই নোয়াবপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল খায়ের সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর মো.আক্তার আহমেদ নাদিম,চান্দিনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুর রহিম,প্রবীণ আওয়ামী লীগ নেতা মো.ওয়াদুদ শেখ,কে হোসেন নেটওয়ার্ক কেবল এর স্বত্বাধিকার ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহ,বিশিষ্ট সমাজ সেবক মো.কামরুজ্জামান কামাল প্রমূখ।
উদ্বোধনকালে প্রধান অতিথি তপন বকসী বলেন, সু-স্বাস্থ্য এবং স্বচ্ছ রোগ নির্ণয় সহ সেবার মানসে ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস সর্বদা এগিয়ে যাবেই। রোগীদের সময় ও অতিকষ্ট ভোগ করে আর যেন ৫/৭মাইল দূরে যেতে না হয় তার জন্য এই প্রতিষ্ঠান শুরু থেকেই ভালো সেবাই প্রতিশ্রতিবদ্ধ জানিয়েছেন।অত্র অঞ্চলের প্রকৃত ভালো মানের ডক্টর ও ডায়াগোনেষ্টিক সেবা দিতে পারলে অবশ্যই এগিয়ে যাবে ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস।
অনুষ্ঠানে ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস এর পরিচালক মাওঃ ইলিয়াস সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চান্দিনা ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস এর পরিচালক ডা.মোঃ আবু ইউসুফ, পরিচালক মো.মোতালেব হোসেন,পরিচালক মোঃ শফিউল্লাহ, পরিচালক মোঃ আইয়ুব আলী, পরিচালক মোঃ ইকবাল হোসেন, পরিচালক মোসুমী আক্তার, পরিচালক আব্দুল্লাহ আল মামুন। পরিশেষে বিশেষ দোয়া ও মুনাজাত করে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় এবং দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।