1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চান্দিনায় পাক হানাদার মুক্ত দিবস পালিত
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চান্দিনায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

আকিবুল ইসলাম হারেছঃ
  • প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২১২ বার পড়েছে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে কুমিল্লার চান্দিনায় পালিত হয়েছে চান্দিনা পাক হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনার চত্ত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ থেকে ‘১২ ডিসেম্বর চান্দিনা মুক্ত দিবস অমর হউক, সফল হউক’ এই শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিষদ এর আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী আব্দুল মালেক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া।

প্রসঙ্গত, ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে কুমিল্লার চান্দিনা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে এই উপজেলাকে। ময়নামতি সেনা নিবাসে মিত্র বাহিনীর সেলিং এর কারণে ১১ ডিসেম্বর ভোরে পাক হানাদার বাহিনী ময়নামতি সেনানিবাস থেকে বরুড়া হয়ে চান্দিনার উপর দিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলা সদরের হারং উদালিয়ার পাড় এলাকায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের মুখোমুখী সংঘর্ষ হয়। ১২ ডিসেম্বর ভোরে ১৪শ ৫৬জন পাক সেনা আত্মসমর্পণ করে।

অপরদিকে ১১ ডিসেম্বর হারং উদালিয়ায় মুক্তিযোদ্ধাদের ধাওয়ায় ৬জন পাকবাহিনী পালিয়ে যাওয়ার সময় করতলা গ্রামের একটি কেওড়াতলায় আটকে যায়। এসময় ৩ জন মুক্তিযোদ্ধা সহ ৩জন মুক্তিকামী জনতা নিহত হয়। পাকিবাহিনীর গোলাবারুদ শেষ হয়ে গেলে মুক্তিযোদ্ধাদের আক্রমনে নিহত হয় ৬জন পাকবাহিনী। রক্তঝরা এই দিনে বীরমুক্তিযোদ্ধারা চান্দিনাতে উত্তোলন করে স্বাধীন বাংলার লাল সবুজের পাতাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD