1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চান্দিনার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন; বৈধ চেয়ারম্যান প্রার্থী ১০০,বাতিল ১
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চান্দিনার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন; বৈধ চেয়ারম্যান প্রার্থী ১০০,বাতিল ১

আকিবুল ইসলাম হারেছঃ
  • প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পড়েছে

পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ ইউনিয়নের বিপরীতে একশ চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় এক স্বতন্ত্র চেয়ারম্যান ও তিন সাধারণ সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গল্লাই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি। মাধাইয়া ইউনিয়নের দুই সাধারণ সদস্য প্রার্থী খলিলুর রহমান ও মিজানুর রহমান এবং মাইজখার ইউনিয়নে সাধারণ সদস্য প্রার্থী রাকিব।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ চান্দিনা উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দাঁড়িয়েছে ১শ জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ১২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ৮জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী ২জন, জাকের পার্টি মনোনীত ১জন এবং স্বতন্ত্র প্রার্থী ৭৭জন।

এছাড়া ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী রয়েছেন ৫২৮জন। ১২টি ইউনিয়নের ৩৬টি সংরক্ষিত ওয়ার্ডে ১২০জন নারী প্রার্থীর মধ্যে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।

উপজেলার সুহিলপুর, বাতাঘাসী ইউনিয়নে সর্বোচ্চ ১২জন করে এবং বরকইট, দোল্লাই নবাবপুর ইউনিয়নে দ্বিতীয় সর্বোচ্চ ১১জন করে ও জোয়াগ ইউনিয়নে তৃতীয় সর্বোচ্চ ৯জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। বাকি ৭টি ইউনিয়নের মধ্যে কেরণখাল, বাড়েরা ও এতবারপুর ইউনিয়নে সর্বনি¤œ ৫জন করে প্রার্থী রয়েছে।

রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণ খেলাপীর কারণে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম দর্জির মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের পর প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD