1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চাঁদপুর লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে ইমাম হাসান আটক ৩
বাংলাদেশ । বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ।। ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪ ইলিশ কম, পাঙ্গাস পাওয়ার আসায় মেঘনায় ছুটছে জেলেরা কুমিল্লায় ছুরিকাঘাতে আহত ডা. জহির মারা গেছেন

চাঁদপুর লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে ইমাম হাসান আটক ৩

কবির হোসেন মিজি:
  • প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৮৪ বার পড়েছে

 চাঁদপুর লঞ্চঘাট থেকে ধারন ক্ষমতার দ্বিগুন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি ইমাম হাসান লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় লঞ্চে থাকা কয়েক,শ যাত্রী। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
জানাযায়, শনিবার সন্ধ্যায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান লঞ্চটি ৩৪৫জনের ধারণ ক্ষমতা থাকলেও প্রায় ১হাজার ৬শ’ যাত্রী নিয়ে অর্থাৎ ধারণ ক্ষমতার দ্বিগুন যাত্রী বহন করে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায়। ঘাট থেকে লঞ্চটি কিছু দুর যেতেই চলন্ত লঞ্চটির পিছন দিক দিয়ে পানি প্রবেশ করে দুর্ঘটনার কবলে পড়ে।

অবস্থা বেগতিক দেখে লঞ্চটি পুনরায় চাঁদপুর ঘাটে এসে ভিড়ে। এই ঘটনায় লঞ্চের ৩ জন স্টাফকে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। আটককৃতরা হলেন, লঞ্চের মাষ্টার কবির হোসেন, সুকানি মো. পারভেজ ও করনিক মো. আল-আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন। চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বে থাকা একাধিক লঞ্চ মালিক প্রতিনিধি জানান, রাত্রিকালীন যাত্রী নেওয়ার অনুমতি রয়েছে ৩৪৫ জন। কিন্তু লঞ্চটিতে প্রায় ১৬০০ যাত্রী উঠে। লঞ্চটি ঘাট থেকে ছেড়ে কিছুদূর গেলে যাত্রীদের মধ্যে ডুবে যাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের ছুটা-ছুটির কারণে লঞ্চটির পেছন দিক দিয়ে ভিতরে পানি প্রবেশ করে। তাৎক্ষণিক মাস্টার পুনরায় লঞ্চটি ঘাটে নিয়ে ভিড়ান। দুর্ঘটনা কবলিত ওই লঞ্চের যাত্রীদেরকে সিডিউলে থাকা এমভি ঈগল ও মিতালী লঞ্চে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন প্রশাসনের লোকজন।

খবর নিয়ে জানা গেছে, দুর্ঘটনা কবলিত এমভি ইমাম হাসান লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাওয়ার সময় রাত ১১টা। কিন্তু এদিন তারা তাদের সেই নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত যাত্রী বহন করে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দেয়। যার কারনে এমন দুর্ঘটনার সম্মুখ্যীন হতে হয়েছে। সময় মতো লঞ্চটি ঘাটে না ভিড়ালে হয়তো বড় কোন দুর্ঘটনার সম্ভবনা ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। নিয়ম নীতির তোয়াক্কা না করে লঞ্চ কর্তৃপক্ষের এই ধরণের কাজ করায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে নৌ পুলিশ। চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ঘটনার পর ঘাটে এসে বিষয়টি খোঁজ খবর নিয়েছি। ওই লঞ্চের যাত্রীদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের ৩ স্টাফকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD