চট্টগ্রাম নগরীর সদরঘাট থেকে ওয়াল্টনের মালামাল লোড করে পেকুয়া যাওয়ার পথে ফিল্মি স্টাইলে পিক-আপের ত্রিপলের অংশ কেটে পন্য নিয়ে যায় ডাকাতরা।গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ঝিওরি মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে।রবিবার এই ঘটনায় সদরঘাট ওয়ালটন শো-রুমের ইনচার্জ আয়াত হোসেন সুজন বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী ও পিকআপ ড্রাইভারের যোগসাজশ রয়েছে বলে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,চট্টগ্রামের সদরঘাটে অবস্থিত ওয়ালটন এর শো-রুম থেকে জাহির আলম নামের এক ব্যক্তির পিক-আপে পেকুয়ার জন্য মাল লোড করে পাঠানো হয়।পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ড্রাইভার জহির ফোন করে জানায় যে, গাড়িতে থাকা মালামালের মধ্যে ৪পিছ এলইডি টিভি চুরি হয়ে গেছে।অভিযোগে আরো বলা হয়,ড্রাইভার এবং লোহাগড়া উপজেলার নুরুল আমিনের পুত্র নুরুজ্জামানসহ অজ্ঞাতরা সম্মিলিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন,গতকাল ওয়াল্টনের গাড়ী ডাকাতির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।এটি আনোয়ারার ডাকাতির ঘটনা নয়।ড্রাইভারের যোগসাজশে মালামাল অন্যত্র বিক্রি করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।