চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী বাজারের ফুটপাতে দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৪ সেপ্টম্বারব) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে চাতরী চৌমুহনী বাজার এলাকায় সরকারি সড়ক দখল করে দুপাশে অবৈধভাবে বসানো হয়েছিল ভাসমান দোকান ও সিএনজি গাড়ি পাকিং।প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে অবৈধ দখলদারেরা দীর্ঘদিন ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলো।এমনটি সড়কের অর্ধেক অংশ দখলে নিয়েছে এসব প্রভাবশালী ব্যবসায়ীরা।
ফলে স্কুল কলেজের শিক্ষার্থী,কেইপিজেডের শ্রমিক ও পথচারীরা সড়কের মাঝখানে নেমে হাঁটতে হচ্ছে।এতে করে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সড়ক দুর্ঘটনাও ঘটছে প্রতিদিন।উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ কার্যক্রমে খুশি স্থানীয়রা।সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান-এ অভিযান অব্যাহত থাকবে।তাছাড়া উচ্ছেদকৃত জায়গায় পুনরায় স্থাপনা গড়ে তুললে উপজেলা প্রাশসনকে অবহিত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানান।