দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে সজিব হাসান (২৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৩। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামের সহিজার রহমানের ছেলে।
জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউপির হরিপাড়া বাজার মহাসড়কের পাশে কতিপয় মাদক কারবারী অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের ভাদুরিয়া বাজার এলাকায় টহলরত দল উক্ত স্থানে একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সজিব হাসান নামের এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় র্যাব। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ওই মাদক কারবারীকে তল্লাশী করে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,৬৩,৫০০ টাকা।
এ ঘটনায় ওয়ারেন্ট অফিসার ও র্যাব-১৩ উপ-সহকারী পরিচালক মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, গতকাল রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।