কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা।
মঙ্গলবার ( ৯ জুলাই ) দুপুরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এমন উপহার দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
শিক্ষার্থীদের হাতে এসব ব্যতিক্রমী উপহার তুলে দেন কুমিল্লা-৫ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।
জানা গেছে, ‘বৃক্ষ আপনার, আশ্রয় সকলের’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সুস্থ জীবনযাপনে গাছের গুরুত্ব প্রচার এবং বৃক্ষরোপণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গাছের চারা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।