কুড়িগ্রামের রৌমারীতে ৫৭৬৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর ফুলবাড়ী ও মোল্লারচর নামক স্থানে পৃথক দুটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে হিজলামারী এবং মোল্লারচর বিওপির টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর পৃথক দুটি অভিযানে হিজলামারী এবং মোল্লারচর বিওপির টহলদল উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী ও মোল্লারচর এলাকায় অভিযান চালায়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদককারবারিরা।
পরে তাদের ফেলে দেওয়া পোটলা থেকে ৫৭৪৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার সিজার মূল্য-১৭,২৪,৪০০/- টাকা।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন পিএসসি বলেন, মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমন মনোভাবকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বিজিবি।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদকসহ সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি।