কুমিল্লা-৭(চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।আর নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজ জমা দিতে ব্যর্থ হওয়া ও নির্ধারিত সরকারি ফি জমা না দিতে পারার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর রিটার্নিং কর্মকর্তা মো.দুলাল তালুকদার এ তথ্য জানান।
বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ লুৎফুর রেজা খোকন,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম এর মনোনয়ন পত্র।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার জানান,স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে।তিনি নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের সমর্থনের কাগজ জমা দিতে ব্যর্থ হয়েছেন।এছাড়াও তিনি নিয়মানুয়ায়ী নির্ধারিত একটি সরকারি ফি জমা দেন নি।
গত ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র নিয়েছিলেন।জমা দিয়েছেন ৪ জন।মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর।২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।ভোট অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।