কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রঙিন বেলুন উড়িয়ে, র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করে কুমিল্লা মহানগর যুবদল
সোমবার (২৭ অক্টোবর) বিকালে কুমিল্লা মহানগর ৪নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ আরমান এর নেতৃত্বে ৪নং ওয়ার্ডের কাপ্তান বাজার থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে কুমিল্লা কান্দিপাড়স্থ মহানগর বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হন।
উক্ত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব জনাব রোমান হাসান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের নেতা মোঃ শামসুল আলম, কুমিল্লা মহানগর ৪নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ অপু ,দেলোয়ার হোসেন স্বপন , মাসুদ রানা ,বারেক, আরিফ, রবিন পারভেজ, মাসুম, ইউসুফ, হাবিব জালাল, রাসেল, রানা, বাশার , নজির সহ অন্যনরা।