1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লায় ছাত্র ও যুবকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলা
বাংলাদেশ । শনিবার, ১৫ মার্চ ২০২৫ ।। ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ছাত্র ও যুবকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

আকাইদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়েছে

কুমিল্লা নগরীর সুজানগর নবগ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয় স্থানীয় যুবক ও ছাত্ররা। সামাজিকভাবে মাদক ব্যবসা না করার আহব্বান জানালে ওই মাদক ব্যবসায়ীরা আর্তকিত হামলা চালিয়ে তাদের আহত করে। মঙ্গলবার সন্ধায় নবগ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার রাতে নগরীর পূর্বাঞ্চলের মাদকের গডফাদার একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামী মোঃ সোহাগ মিয়া (৪০)সহ আরো কয়েকজনের নাম উল্লেখ্য করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, নগরীর নবগ্রামে মাদকের গডফাদার মোঃ সোহাগ মিয়া নেতৃত্বে দীর্ঘদিন প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে। এতে স্থানীয় যুব সমাজকে ধ্বংশের হাতে থেকে রক্ষা করতে একাধিকবার স্থানীয় সমাজ কমিটি কতৃক তাদের অনুরোধ করে আসছিলো।

বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে তারা দলীয় প্রভাব বিস্তারের কারনে সমাজের কোন কথা তারা কর্ণপাত করেনি। দিন দিন তাদের ব্যবসার প্রভাব বিস্তার করেই চলেছে। মোটা অংকের টাকা বিনিময়ে বিভিন্ন জনকে ম্যানেজ করেই এ ব্যবসার প্রসার দিন দিন বাড়াতে থাকে। গেল ৫ মার্চ মঙ্গলবার সন্ধায় সুজানগর যুব সমাজ কতৃক মাদক ব্যবসায়ীদের পূনরায় এলাকায় এ মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহব্বান জানাতে যায় স্থানীয় ছাত্র ও যুবকরা। এসময় মাদককারবারী স্থানীয় কিছু রাজনীতিবিদ ও প্রশাসনকে ম্যানেজ করেই এ ব্যবসা করে বলে হুমকি দেয়।

কেই বাঁধা দিতে আসলে হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অর্তকিত হামলায় চালিয়ে ছাত্র ও যুবকদের আহত করে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ কামরুল হাসান বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলায় নবগ্রাম এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে মাদকের গড ফাদার মোঃ সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী মোসাঃ সুমি আক্তার (৩৫), সহযোগি পাথুরিয়া পাড়া এলাকার মোঃ আক্তার মিয়া (৪৫), বউবাজার এলাকার মোঃ সাইফুল (৩০), নবগ্রামের মো: রুবেল (৩৫)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD