কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১দশমিক ৫%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ৪০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৯জানুয়ারী বিকেল থেকে ২০জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৮৭জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৫৭জন,লাকসাম ২৫জন,বুড়িচং ০৩ জন,মনোহরগন্জ ০৫ জন,ব্রাক্ষণপাড়া ০১ জন,দাউদকান্দি ০২ জন,সদর দক্ষিণ০২ জন,বরুড়া ০৬জন, মেঘনা ০১জন,আর্দশ সদর ০২জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৭জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২০ জন,নাঙ্গলকোট ০৫ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ১৪৯জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।