কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫দশমিক ৯%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৮ফেব্রুয়ারি বিকেল থেকে ৯ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৫৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ২৬জন,মুরাদনগর ০১ জন,লাকসাম ০২জন,বুড়িচং১০জন,বরুড়া ০১জন,আর্দশ সদর০২ জন, মনোহরগন্জ ০১ জন,ব্রাক্ষণপাড়া ০৩জন,চান্দিনা ০৪জন,তিতাস ০৭জন,সদর দক্ষিণ ০১জন,দেবিদ্বার ০৩জন, নাঙ্গলকোট০৪জন,দাউদকান্দি ০৪জন,চৌদ্দগ্রাম ০২ জন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৪জন। আজকের মৃত্যু বুড়িচং ০১ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৬১ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ৩৯জন,সদর দক্ষিণ ২২ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ০১৯জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।