কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮দশমিক ১%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ৪০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৮জানুয়ারী বিকেল থেকে ২৯জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪১হাজার ০৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৮১জন,লাকসাম ২জন,বুড়িচং১ জন,চৌদ্দগ্রাম ১০ জন,দাউদকান্দি ১জন,সদর দক্ষিণ ১জন,মনোহরগন্জ ০৮ জন,বরুড়া ২ জন, ব্রাক্ষণপাড়া ১ জন।
জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬০জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৪৫ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২৭জন,লাকসাম ১৮ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৪৬৬জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।