কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৬দশমিক ৪%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ৫৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৩জানুয়ারী বিকেল থেকে ২৪জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪০ হাজার ১০০জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ১১৮জন,লাকসাম ৩২ জন,বুড়িচং ৫ জন,চৌদ্দগ্রাম০২ জন,দাউদকান্দি ৭ জন,মেঘনা ৩ জন,সদর দক্ষিণ ৮ জন, মনোহরগন্জ ৫ জন, নাঙ্গলকোট ২ জন,তিতাস ৪ জন, আর্দশ সদর ২ জন,বরুড়া ৪জন, দেবিদ্বার ২ জন,মুরাদনগর ২ জন,চান্দিনা ৩ জন,লালমাই ১জন, ব্রাক্ষণপাড়া ২ জন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬০জন।আজকের মৃত্যু কুমিল্লা সিটি ১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২০জন,বুড়িচং ০৯জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ২৪৮জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।