কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪দশমিক ৮%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ২০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৩জানুয়ারী বিকেল থেকে ১৪জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ২৩৯জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ২৭জন,লাকসাম ০১জন,মেঘনা ০১জন,চৌদ্দগ্রাম ০৪ জন,বুড়িচং ০৩ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৫জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ১০জন, বরুড়া ০৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ০৫৬জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।