চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে কুমিল্লা জেলার মাদক বিক্রেতা মো. শাহিন ভুঁইয়া (২০)।সোমবার (১৩ মার্চ) বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।শাহীন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কয়রাপুর গ্রামের ভুঁইয়া বাড়ীর মো. আলমগীর ভুঁইয়ার ছেলে।রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের উপ-পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহীনকে ৯৭ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেন। বিকেলে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চাঁদপুর আদালতে পাঠানো হবে। চাঁদপুর জেলায় মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।