কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পরদিন বাড়ির পাশের খাল থেকে ১৯ দিনের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।শিশুটির বাড়ি থেকে ৫০ গজ দূরে খালের কচুরিপানা থেকে শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঘুমন্ত অবস্থায় রাবেয়া নামে শিশুটি নিখোঁজ হয়। সে বাইড়া গ্রামের কাতার প্রবাসী মজিবুর রহমানের একমাত্র মেয়ে।
বাঙ্গরা বাজার থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।শুটির মা রত্না আক্তার বলেন, আমার কোলের মানিক রাবেয়াকে ঘুম পাড়িয়ে আমি সকালে টিউবওয়েলে কাজ করতে যাই। ওই সময় আমার শ্বশুর বাচ্চু মিয়া, শাশুড়ি রাহিমা খাতুন,দেবর ইয়াকুব আলী ও ননদ হালিমা আক্তার বাড়ির পাশে জমিতে কৃষিকাজ করতে যান।
টিউবওয়েল থেকে ১০ মিনিট পর ঘরে ফিরে দেখি খাটে আমার সন্তান নাই। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। সবাই মিলে এদিক ওদিক খুঁজতে থাকি। সারা দিন কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় গিয়ে সাধারণ ডায়েরি করে পুলিশের সহায়তা চাই।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খাল থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।এ ঘটনায় পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।