শনিবার ( ১৮ সেপ্টেম্বর ) সকাল প্রায় সাড়ে দশটার দিকে হিমাচল পরিবহনের একটি বাস (রেজিঃ নং-চট্ট-মেট্রো-ব ১১-০৭৭৩) নোয়াখালী হইতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নাথেরপেটুয়া পুরাতন বাজার মহাসড়কের উপরে এসে নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি ট্রাক্টর ও ব্যাটারী চালিত মিশুক এবং পরবর্তীতে বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিয়ে নাথেরপেটুয়া বাজারগামী একটি চলন্ত যাত্রীবাহী সিএনজি গাড়ীকে চাপা দেয়।
সিএনজিতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে মোঃ রাফি(২৩),পিতা-অজ্ঞাত,সাং-খিলা বাজার,থানা-মনোহরগঞ্জ,জেলা-কুমিল্লা।ইয়াসিন(৩২),পিতা-অজ্ঞাত,সাং-চাটখিল,থানা-চাটখিল,জেলা-নোয়াখালী।শাহাদাত(২৩),পিতা-অজ্ঞাত,সাং-পাচকুড়া,থানা ও জেলা-নোয়াখালী ঘটনাস্থলেই মৃতুবরণ করেন।
মৃত রাফির সাথে থাকা তাহার আত্মীয় দুই শিশু মরিয়ম আক্তার তানহা(০৭),নাবিল খান(১২),এবং বাসের মধ্যে থাকা যাত্রী আবুল হোসেন(৬৫) মাহাফিয়া(৪৩) আহত হয়।ঘটনাস্থল হতে আহত যাত্রীদের উদ্ধার পূর্বক দ্রুত নাথেরপেটুয়া বাজারস্থ ভূইয়া মেডিকেল হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আবুল হোসেন(৬৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভূইয়া মেডিকেল হাসপাতাল হতে কুমিল্লা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে লাশ এবং যানবাহন হেফাজতে নেন।এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার মহিতুল ইসলাম।