1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার পানি বন্দি
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার পানি বন্দি

আতাউর রহমান :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৪৭ বার পড়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার পানি বন্দি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার পানি বন্দি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি বন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে ভুক্তভোগীরা।জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধতন কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েছেন স্থানীয় লোকজন।

সরজমিনে ঘুরে জানা গেছে,গত একমাস ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে আছে।বসত বাড়িতে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।ওঠান জুড়ে হাটু পানিতে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম ব্যহত হচ্ছে তাদের।পানি জমে থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া হাটু পানি ভেঙ্গে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই।আবার অনেকেই উঠোনে বাঁশের সাকো নির্মান করেন চলাচল করছেন।

ব্রাহ্মণপাড়া দক্ষিণপাড়া গ্রামের পানিবন্দি বাসিন্দা শিরিনা আক্তার জানান,আমরা গত এক মাস যাবত এভাবেই পানি বন্দী হয়ে আছি।পানির কারনে ঘর থেকে বের হবার সুযোগ নাই।পাকের ঘরে জ্বলাবদ্ধতায় রান্না করার পরিবেশ নাই।অনেক কষ্ট করে রান্না করতে হয়।এভাবে ছোট ছোট সন্তানদের নিয়ে জীবন যাপন করা কষ্টকর।ছোট বাচ্চাদের নিয়েও সব সময় আতংঙ্কে থাকতে হয় আমাদের।ঘর থেকে বের হলেই পানি।উঠানে এখনো হাটু পানি।

গত এক মাস যাবত প্রতিনিয়ত দূর্ঘটনার ঝুঁকি নিয়ে বসবাস করে আসছি আমরা।মোহাম্মদ হোসেন মাস্টার জানান,সমস্ত এলাকায় বৃষ্টির পানিতে জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে।সরকার যে কালভাট দিয়েছে সেগুলোর মুখ সব বন্ধ।আসে পাশের ডুবা ও পুকুর গুলো ভরাট হয়ে গেছে।ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত ২-৩ বছর যাবত এই এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে।দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন না করা হলে আমরা অনেক ক্ষতির সম্মক্ষিণ হব।

জামশেদ আলম জানান,আমাদের এই এলাকায় যে পানি হয়েছে তা যদি নিষ্কাশন না করা হয় তাহলে আমরা চরম বিপর্যয়ের মুখে পড়বো।দ্রুত ব্যবস্থা গ্রহন করে পানি নিষ্কাশনের বিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।ব্রাহ্মণপাড়া সদর (স্থানীয়) ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন,ব্রাহ্মণপাড়া দক্ষিণপাড়া এলাকায় মানুষ বাড়ি ঘর নির্মাণ করায় ওই এলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এ কারনে বর্ষা মৌসুমে জমে থাকা পানির জন্য ওই ঐলাকায় মানুষ স্বাভাবিক চলাচলে সমস্যার পরতে হয়।এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা বলেন,ওই এলাকায় পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হবে।এ ছাড়াও ওই এলাকায় পরবর্তী সময়ে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হতে পারে এর জন্য উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD