1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার নাঙ্গলকোটে যোগাযোগ ব্যবস্থা সহ জলাবদ্ধতার চরম দুর্ভোগ
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার নাঙ্গলকোটে যোগাযোগ ব্যবস্থা সহ জলাবদ্ধতার চরম দুর্ভোগ

মেহেদী হাসান ভূঁইয়া:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৬০ বার পড়েছে

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির গোড়াময়দান গ্রামে খালের উপর পাকা সড়কের ব্রিজ ভেঙে যাওয়ায় যান চলাচলের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।অন্যদিকে স্থানীয়রা মাটি ভরাট করে ঝুঁকিতে চলাচল ব্যবস্থা করায় ঐ খালে পানি প্রভাহে বাধাগ্রস্ত হয়ে এই এলাকার ফসলের জমিগুলোতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।এই অবস্থার এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করা না হলে যোগাযোগ ব্যবস্থা সহ জলাবদ্ধতার কারণে ফসলের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

সরেজমিনে দেখা গেছে, মানিকমুড়া হইতে ঘোড়াময়দান হয়ে ভোলাইন বাজার পর্যন্ত এটি একটি জনবহুল সড়ক।যেখানে প্রায় নয়টি গ্রামের মানুষের চলাচলের ব্যবস্থা সহ রয়েছে অনেক গুলো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ব্যবস্থা এবং এই পথ ধরে অত্র এলাকার জনসাধারণের ভুমি অফিসে যোগাযোগ করার এটিই একমাত্র সড়ক।আর সেই সড়কের ব্রিজ ধ্বসে পড়ার কারণে প্রতিনিয়ত এই পথে যাতায়াত কারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে এলাকাবাসীর দাবি।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের মালামাল ব্যবহার করে ব্রীজ নির্মান ও যথাযথ নিয়ম অনুসরণ না করার কারনে এমনটা হচ্ছে।যার ফলে এলাকার বিভিন্ন সড়কে প্রতিনিয়ত ব্রিজ বা কালভার্ট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেই চলছে।অসাধু ও স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজগুলো দেওয়ার ফলে প্রভাব খাটিয়ে কোনরকমে নির্মাণ কাজ করেই বিল পাস করে নিয়ে যায়।এর পর আর কোনো তদারকি থাকে না।যার ফলে এমন ঘটনা এলাকার বিভিন্ন স্থানে ঘটতে দেখা গেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে জোড্ডা পশ্চিম ইউপির চেয়ারম্যান মোঃ মাসুদ বলেন, আমি এই ব্রিজের ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি পাশাপাশি পিআইও এবং উপজেলা প্রকৌশলীকেও দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছি।এর আগে মানিকমুড়া জিরো পয়েন্টে একটি ব্রিজ ভেঙে গেলে সেই ব্রিজ আমার নিজের অর্থায়নে সংস্কার করেছি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আল মামুন বলেন, এটি (সি এ এফ ডি আর আই আর পি)প্রজেক্ট এর প্রস্তাবনায় অনুমোদিত হয়েছে ۔ কারিগরি কাজ সম্পন্ন করে দ্রুতই ব্রিজ এর কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD