1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারের স্পৃষ্টে ৫ গরুর মৃত্যু
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারের স্পৃষ্টে ৫ গরুর মৃত্যু

নেকবর হোসেন:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৩৭ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পাঁচটি গরু মারা গেছে।সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।পল্লী বিদ্যুতের মিয়াবাজার জোনাল অফিসের এজিএম মশিউল আলম দৈনিক কালজয়ীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক ফরিদ মজুমদার (৬৫) জানান, প্রতিদিনের মতো গরুগুলো নিয়ে মাঠে যাচ্ছিলেন।পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে আগে থেকে ছিঁড়ে পড়া তারে জড়িয়ে পাঁচটি গরু মুহূর্তেই মারা যায়।এ সময় প্রাণ বাঁচাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।খবর পেয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার দৈনিক কালজয়ীকে বলেন, পল্লী বিদ্যুতের খাম খেয়ালির জন্যই অসহায় কৃষক ফরিদ মিয়া মজুমদারের পাঁচটি গরু মারা যায়।তিনি পল্লী বিদ্যুতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন।

পল্লী বিদ্যুত মিয়াবাজার জোনাল অফিসের এজিএম মশিউল আলম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি খুঁটির উপর থেকে তার ছিঁড়ে মাটিতে পড়েছিল।বিষয়টি স্থানীয়ভাবে না জানানোর কারণে এ দুর্ঘনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ কুমিল্লা অঞ্চলের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।কমিটির রিপোর্টের সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD