প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির স্থান (তোহা বাজার) দখল করে রাতের আঁধারে কে বা কারা দোকান ঘর নির্মাণের চেষ্টা চালায়।পরদিন সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন নির্মাণাধীন সে দোকান ঘর ভেঙে দেয়।ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলায়।বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর এলাকার পুরাতন গরু বাজার সংলগ্ন তোহা বাজারে নির্মাণাধীন ৩০ টি অবৈধ দোকানঘর ভেঙে দেয় উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার ও সহকারি কমিশনার রাকিবুল ইসলাম।জানা যায়,গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া তোহা বাজার দখল করে ইট-সিমেন্ট দিয়ে ৩০টি দোকানঘর নির্মাণ কাজ শুরু করে।পরদিন বুধবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মানাধীন ওই অবৈধ স্থাপনা ভেঙে দেয় উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম জানান, কে বা কারা প্রশাসনের অনুমতি ছাড়াই তোহা বাজারে ইট-সিমেন্ট দিয়ে পাকা দালান বানানো শুরু করে।অভিযোগ পেয়ে ওই অবৈধ ঘরগুলো ভেঙে দেয় স্থানীয় উপজেলা প্রশাসন।এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার জানান,সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কথা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই।পরে নির্মাণাধীন ওই অবৈধ স্থাপনা আমরা ভেঙে দিয়ে দখলমুক্ত করি।