1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কবি কামাল চৌধুরী সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবিঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবি কামাল চৌধুরী সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবিঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী

নুরুল আলম আবির:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৩২ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা কলেজ মাঠে গৌরবোজ্জ্বল রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হওয়া প্রেম, দ্রোহ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, প্রকৃতি ও রূপসী বাংলার প্রিয় কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে গণসংবর্ধনার অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার সকালে উপজেলার বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে তাঁর বাড়ির আঙিনায় এই সংবর্ধনা দেয়া হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, “কবি কামাল চৌধুরী সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। সত্তর দশকের মাঝামাঝি সময়ে প্রতিবাদী, দ্রোহী ও তারুণ্যদীপ্ত কবিতা নিয়ে বাংলা কাব্যজগতে তার আবির্ভাব ঘটে। পেশাগত জীবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কবি কামাল চৌধুরী তাঁর নিজ গুণেই এগিয়ে যাবেন।”

একুশে পদক প্রাপ্ত কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রধান সমন্বয়ক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব। তিনি সদ্য একুশে পদক পাওয়া গৌরবোজ্জ্বল কবি। বাংলা কবিতায়, সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের বিজয়করা গ্রামে। চৌদ্দগ্রামবাসীর ফুলেল সংবর্ধনায় এবং ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

কবি কামাল আব্দুল নাসের চৌধুরীকে দেয়া সংবর্ধনা সফল ও সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় সাংসদ আধুনিক চৌদ্দগ্রামের রূপকার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি। তিনি পরিকল্পনা থেকে শুরু করে সংবর্ধনা অনুষ্ঠানের প্রতিটি সূচি ও কার্যপ্রণালী বাস্তবায়নে হৃদয়ের মাধুরী মিশিয়ে সহযোগিতা করেন এবং বাস্তবায়ন করেন। তাঁর নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনার অনুষ্ঠানে দলে দলে যোগদান করে। সারা চৌদ্দগ্রামের আমজনতা, সকল শ্রেণীপেশার জনসাধারণ তাদের চৌদ্দগ্রামের কৃতি কবি ড. কামাল চৌধুরীকে সংবর্ধনা দেয়। পুষ্প মাল্যে, পুষ্পবৃষ্টি ঝরিয়ে, গহীন হৃদয়ের ভালোবাসা জড়িয়ে চৌদ্দগ্রামবাসী তাদের গর্বিত কবিকে সংবর্ধনা দেয়, সম্মানিত করে।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এম এ খালেক। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, এফবিসিসিআই পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ শীব প্রসাদ দাসগুপ্ত, চিওড়া সরকারী কলেজের অধ্যক্ষ আবু নাছের খাঁন, সুপ্রীম কোর্টের আইনজীবি আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, হাজী জানে আলম ভূঁইয়া, বিজয়করা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মজুমদার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়করা স্কুল এন্ড কলেজের আইসিটি ভবন নির্মাণ কাজের ভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিসহ আগত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD