1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ইউপি নির্বাচন ব্রাহ্মণপাড়া"নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের উদ্যেগ"
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন ব্রাহ্মণপাড়া”নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের উদ্যেগ”

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ বার পড়েছে

আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা  প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন কর্মকান্ড অব্যহত রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে জনসম্মুখে নির্বাচন আচরণবিধি লিখে বিশাল ফেসটুন লাগিয়ে দিয়েছেন। প্রার্থীরা ও তাদের সমর্থকরা।

ফেস্টুন দেখে আচরনবিধি মেনে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরপরও অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা আচরনবিধি লংঘন করায় তাদের অর্থদন্ডসহ কয়েকজন সমর্থককে কারাদন্ড দিয়েছেন। আচরনবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরন অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এরমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা- সিদলাই, শশীদল ও মাধবপুর ইউনিয়ন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আসমা- দুলালপুর ও চান্দলা ইউনিয়ন এবং কুমিল্লা জেলা প্রশাসক কাযর্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা- সাহেবাবাদ ও মালাপাড়া ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এ প্রতিনিধিকে বলেন, পোলিং এজেন্ট নিয়ে নির্বাচন চলাকালীন অনেক সময় বিতর্ক সৃষ্টি হয়। সে লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন থেকে চার হাজার পোলিং এজেন্টদের তালিকা নিশ্চিত করে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরে প্রশাসনের তত্ত্বাবধানে তাদের আইডি কার্ড নিশ্চিত করা হবে।

প্রত্যেক পুলিং এজেন্টদের নাম, ছবি ও মোবাইল নাম্বার প্রশাসনের নিকট লিপিবদ্ধ থাকে ব। তিনি বলেন, ইতিমধ্যে একটি “এপস” তৈরী করা হয়েছে। যেখানে পুরো উপজেলার বিভিন্ন কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামো, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ বিস্তারিত তথ্য ম্যাজিষ্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে থাকবে। মোবাইলের মাধ্যমে পুরো কেন্দ্রের তথ্য তাৎক্ষণিক পর্যবেক্ষন করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া কেন্দ্রের ৪শত গজের ভিতরে ওই কেন্দ্রে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ প্রবেশ করলে তাৎক্ষনিক তার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১ লক্ষ ৬৪ হাজার ১৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩২৪৫ এবং মহিলা ভোটার ৮০৩২১ জন। মোট ৭৮ টি ভোট কেন্দ্র এবং ৫০৪ টি ভোট কক্ষে ভোটাররা ভোট প্রয়োগ করার জন্য প্রস্তুত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD