1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আপন দুই ভাই এর প্রতিদ্বন্দ্বিতা
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আপন দুই ভাই এর প্রতিদ্বন্দ্বিতা

তিমির বনিক :
  • প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩২৪ বার পড়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে চেয়ারম্যান পদে একই ইউনিয়নে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নে ছোট ভাই সাবেক চেয়ারম্যান মো. সুলেমান মিয়া, নৌকা প্রতীক নিয়ে আর তার বড় ভাই মো. আব্দুল হান্নান আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বড় ভাই মো. আব্দুল হান্নান ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এ উপজেলায় আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।এদিকে একই ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রার্থী হওয়ায় বেশ জমে ওঠেছে নির্বাচনী মাঠ। এর আগেও গত ২০১১ সালের ইউপি নির্বাচনে তারা উভয়েই প্রার্থী হয়েছিলেন। যদিও ওই নির্বাচনে বড় ভাইকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ছোট ভাই মো. সুলেমান মিয়া। এরপর ২০১৬ সালের নির্বাচনে ছোট ভাইকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বড় ভাই মো. আব্দুল হান্নান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. সুলেমান মিয়া কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক। বড় ভাই মো. আব্দুল হান্নান উপজেলা বিএনপির সাবেক নেতা। স্থানীয় ভোটার শরিফ উদ্দিন, আছকর আলী বলেন, ‘একই পরিবার থেকে দুই ভাই চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। এর আগেও তারা একসঙ্গে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার আবারও দুই ভাই নির্বাচন করছেন। আমাদের মধ্যেও এক প্রকারের আগ্রহ সৃষ্টি হয়েছে। দেখি কে জেতেন।’আরেক ভোটার রাজু গোয়ালা বলেন, ‘বংশগতভাবেই তাদের বেশ সুনাম রয়েছে। তাদের উভয়েরই নাম-ডাক রয়েছে। এই পরিবার ছাড়া এখনও কোনো লোক দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদে এসেও সফল হতে পারছেন না। কিন্তু দুই ভাইয়ের একই পদে প্রতিদ্বন্দ্বিতা করাটা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না।

’একই পদে আপন দুই ভাই প্রার্থী হওয়ার ব্যাপারে ছোট ভাই মো. সুলেমান মিয়া বলেন, ‘আমরা একই পরিবারের। তবে ভোটের লড়াইয়ে দুই ভাইয়ের পরিচয় ভিন্ন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আর বড় ভাই মো. আব্দুল হান্নান বিএনপির ঘরানার স্বতন্ত্র প্রার্থী।’একই বিষয়ে মন্তব্য জানতে চাইলে মো. আব্দুল হান্নান বলেন, ‘তিনি বর্তমান চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে সফল। মানুষের সঙ্গে তার সম্পর্ক নিবিড়। সুতরাং, মানুষের চাওয়ার মূল্যায়ন করতে গিয়ে ভাই পরিচয়ের চেয়ে জনগণ বড় হয়ে দেখা দিয়েছে। এ জন্য তাকে প্রার্থী হতে হয়েছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, এবারের নির্বাচনে ইসলামপুর ইউনিয়নে মোট ৩ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওইদিন এই ইউনিয়নের মোট ২০ হাজার ৫২৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।প্রসঙ্গত, পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD