1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশু রোগী ৩ দিনে শতাধিক রোগী ভর্তি
বাংলাদেশ । শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি কোটা নিয়ে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি মৌলভীবাজারে কাঁচাবাজার সহ নিত্য পন্যের দাম অস্থিতীশীল। কোটা বহাল রাখার দাবিতে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভসহ মানববন্ধন কোটা সমাধানের দাবিতে ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভসহ সমাবেশ কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সৈয়দপুর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সারাদেশে আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে উত্তাল ইবি বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ঘরবাড়ীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন সৈয়দপুরে বৃষ্টির পানিতে বন্দি ভুক্তভোগিদের সড়ক অবরোধ গুলিবিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশু রোগী ৩ দিনে শতাধিক রোগী ভর্তি

কবির হোসেন মিজি
  • প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার পড়েছে

আবহাওয়া পরির্তনের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা । গত ৩ দিনে প্রায় শতাধিক শিশু রোগী ভর্তি হয়েছে। বিছানা সংকটে হিমশিম খাচ্ছে রোগী ও রোগীর লোকজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ। এসব রোগীদের মধ্যে ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি বলে জানা গেছে। সোমবার(১ নভেম্বর ) দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছে। বিছানা সংকটে হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছেন রোগীরা। যেখানে শিশু ওয়ার্ডে বিছানা সংকট রয়েছে সেখানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় শতাধিক।
খবর নিয়ে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ৩ দিনে শিশু ওয়ার্ডে সর্বমোট ৮৭ জন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ৩০ অক্টোবর সারাদিনে সর্বমোট ৩৬ জন শিশু রোগী ভর্তি হয়েছে। ৩১ অক্টোবর সারাদিন ভর্তি হয়েছে ৩২ জন এবং ১ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সারাদিনে সর্বমোট ২৪ জন শিশু রোগী ভর্তি হয়েছে।

এছাড়া গত এক সপ্তাহ পূর্বে হাসপাতালের শিশু ওয়ার্ডে এর চেয়ে আরো বেশি রোগী ছিলো বলে জানা গেছে। তারা পর্যায়ক্রমে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। রোববার এবং সোমবার দিনেও বেশ কিছু রোগী সুস্থ হয়ে ছুটি নিয়েছে। বর্তমানে সোমবার দিন পর্যন্ত হাসপাতালে শিশু ওয়ার্ডে সর্বমোট ৮৭ জন শিশু রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছেন ওই বিভাগে কর্তব্যরত নার্সরা। এসব শিশু শিশু রোগীদের মধ্যে এক বছর বয়সী এবং ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন তারা। খবর নিয়ে জানা যায় চাঁদপুর জেলা শহরে গত কয়েক দিনে হঠাৎ গরমের আবহাওয়া পরিবর্তনের বয়োবৃদ্ধসহ শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিন দিনে হাসপাতালে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে রোগীদের চাপে হাসপাতালের কোথাও ঠাঁই নেই। শিশু ওয়ার্ডের সবকটি বিছানা পরিপূর্ন হয়ে মেঝেতে ও রোগীদের জন্য বিছানা পাতা হয়েছে। এসব রোগীরা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, খিচুনী এবং নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ও অনেক শিশু রোগীকে অভিভাবকরা হাসপাতালে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে যান। একই ভাবে চিকিৎসাসেবা নিয়েছেন বয়স্ক রোগীরাও।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ সুজাউদদৌলা রুবেল এবং ডাঃ মোঃ আসিবুল আহসান চৌধুরীর সাথে আলাপকালে তারা বলেন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে বয়োবৃদ্ধ এবং শিশুরা হঠাৎ, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ছেন। তাই গত বেশ কিছুদিন ধরো হাসপাতালে শিশু রোগীদের প্রচুর চাপ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD