আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙঘন করে আফগানিস্তানের আকাশসীমা লঙঘন করেছে আমেরিকা।আফগানিস্তানের বর্তমান সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন।জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়,তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় অভিযোগ করেন গত কয়েক দিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙঘন করেছে।
মুজাহিদ বলেন যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী।কাজেই সেদেশের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে তালেবানের সাথে আলোচনা করতে হবে।এর আগে তাজিক প্রেসিডেন্টের এমন বক্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার।তিনি বলেন,তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে।