চট্টগ্রাম আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের ছিঁড়া মশারি আর নোংরা সামগ্রী দেওয়া অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রয়াবি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাত ৮ দিকে সরে জমিনের পরিদর্শন করে এমন অভিযোগ পাওয়া যায়। বৈরাগ ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা আবদুল ছালাম নামে এই রোগী জানান, আমাকে রাতে বেলা দেওয়া মশারি ছিঁড়া পাওয়া যায়।আমি ওয়ার্ড বয়কে জানানো পর ওয়ার্ড বয় পুরাতন মশারি নিতে আসতে বললে আমার ছেলে গেয়ে চেঞ্জ করে নিয়ে আসলে। নতুন করে যে মশারিটি দেওয়া হলে তা ও ছিঁড়া পাওয়া যায়।তিন বার চেঞ্জ করানো পরে ছিঁড়া মশারি দেওয়া অভিযোগ রয়েছে।
রোগীদের অভিযোগ স্বাস্থ্য কমপ্লেক্স চারিদকে নোংরা ভরপুর থাকার কারণে মশা বৃদ্ধি পেয়েছে। অন্য মশার কামড়ে ম্যালেরিয়া ঝুঁকি রয়েছে বলে রোগীদের অভিযোগ। এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন মোবাইল ফোনের যোগাযোগ করে পাওয়া যায়নি।