সমলা বেগম, স্বামী হারা ৮০ বছরের বেশি বয়সী এ নারীকে তার সন্তানরা নিজেদের কাছ থেকে আলাদা করে দিয়েছেন। উপায়হীন এ নারীর দিন কাটে অনাহারে-অর্ধাহারে। অতীতে মানুষের বাড়ীতে আর ধান ভাঙার কাজ করে কোনো রকমে চলতেন এ নারী, কিন্তু বয়সের ভারে তাও এখন করতে পারেন না সমলা বেগম।
৭ আগস্ট শনিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া নামক স্থানে সড়কের পাশে বসে কাঁদছিলেন বৃদ্ধা সমলা বেগম। এসময় তাকে দেখতে পান ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। সমলা বেগমের অর্তনাদ শুনে তৎক্ষনাত ইউএনও ঝিনাইগাতী বাজারে এসে গাড়ীর ড্রাইভারের মাধ্যমে সমলা বেগমকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি সাবান কিনে দেন।
এব্যাপারে জানতে চাইলে ইউএনও ফারুক আল মাসুদ জানান, উপজেলার হাতীবান্দা ইউনিয়নে করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় তিনি সমলাকে দেখতে পান। পরে তার কথা শুনে খাদ্যসামগ্রী কিনে দেন তিনি। ইউএনও বলেন, ‘মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা করেছি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি দায়িত্ব পালন করেছি মাত্র।’