1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
অবশেষে ভোটাধিকার প্রয়োগ করলেন সেই দুই ‘মৃত’ প্রার্থী
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবশেষে ভোটাধিকার প্রয়োগ করলেন সেই দুই ‘মৃত’ প্রার্থী

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়েছে

সুনামগঞ্জে ভোটার তালিকায় ‘মৃত‘ দেখানো ওই দুই ব্যক্তি ভোট দিলেন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভোট দেন। তারা হলেন ছাতক উপজেলার দিঘলী ব্রাহ্মণগাঁও গ্রামের মো. কমর আলী (৪৩) ও তার চাচাতো ভাই আলী আহমদ (৩৯)। তারা একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে ভোট দিতে গিয়ে তাদের দুজনকেই চরম ভোগান্তির স্বীকার হতে হয়। ভোটার তালিকায় মৃত থাকায় সহকারী প্রিসাইডিং অফিসার তাদের ভোট প্রদানে বাধা দেন। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে সংশোধনী কাগজ আসার পর তারা ভোট দিতে সক্ষম হন।

ভোট দেওয়ার পর ত্রাা জানান, আজ বেঁচে থেকেও আমরা মৃত। নির্বাচনের মনোনয়ন দাখিল করার সময় পড়েছিলাম এক বিড়ম্বনায় আর আজ ভোট দিতে এসে পড়লাম দুই ঘণ্টার বিড়ম্বনায়। তারপরও  ভোট দিতে পেরে ভালো লাগছে। নির্বাচনে জয় পরাজয় থাকবেই।ফলাফল যাই হোক না কেন আমরা দুজনেই তা মেনে নেবো।

তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বে থাকা পিসাইডিং অফিসার দুলাল মিয়া জানান, ভোটার তালিকা অনুযায়ী দুই মৃত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তারা যখন ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে আসেন তখন ভোটার তালিকায় তাদের নাম না থাকায় আমরা ঝামেলায় পড়েছিলাম। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সংশোধনী কাগজপত্র পাঠিয়ে দিলে আমরা তাদের ভোট দিতে দিই।

উল্লেখ্য আজ ছাতক উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১০৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD